শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজশাহীতে ৩ কেজি হেরোইন উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৭:০৮

রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পোলাডাংগা বিওপির বিজিবির সদস্যরা হেরোইনগুলো উদ্ধার করে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পোলাডাংগা বিজিবি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্তের গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় তিন কেজি ১০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।

হেরোইনগুলো ব্যাটালিয়নের মাদকদ্রব্য শাখায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

ইত্তেফাক/আরএজে