শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৭:১০

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর দেশটিতে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক এর প্রতিবাদ জানিয়েছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলারুশের সামরিক বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার দাবি করে।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো ইউক্রেন সীমান্তে ব্রেস্ট অঞ্চলের গোরবাখা গ্রামের একটি খামারে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রের কিছু টুকরো মাঠে পড়ে আছে।

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পর বিষয়টি প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে জানানো হয়।

ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয় যখন বেলারুশিয়ান কর্মকর্তারা এটিকে সীমান্তে সেনা সংগ্রহ ও গুলি চালানোর অবস্থানে মোতায়েন করার অভিযোগ তোলেন। সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে উল্লেখ করে মিনস্ক সরকার বেলারুশের কিছু সীমান্ত এলাকায় মানুষের চলাচল সীমিত করেছে।

ইত্তেফাক/ডিএস