শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাসিস্টে সবার ওপরে মেসি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৫:৫০

বিদায় নেওয়ার পথে ২০২২ সাল। কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ২০২২ সালকে নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। শুধু তাই নয় ২০২২ সালে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে সবার ওপরে আছেন এলএমটেন।

২০২২ সালে পিএসজি ও আর্জেন্টিনার জার্সি গায়ে মোট ৪০টি ম্যাচে মাঠে নেমেছেন লিওনেল মেসি। ৪০ ম্যাচে ২৪ অ্যাসিস্ট নিয়ে সবার ওপরে মেসি। আর দ্বিতীয়স্থানে আছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। তিনি ৪৪ ম্যাচে করেছেন ২২ অ্যাসিস্ট।

তৃতীয়স্থানে রয়েছে বার্সেলোনার ফরাসি উইঙ্গার ওসমানে ডেম্বেলে। ৪১ ম্যাচে ১৮ অ্যাসিস্ট করেছেন তিনি। আর ৪৬ ম্যাচে ১৭ অ্যাসিস্ট করে চতুর্থস্থানে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। অন্যদিকে ৩৬ ম্যাচে ১৬ অ্যাসিস্ট করে পঞ্চমস্থানে আছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।  

 

ইত্তেফাক/জেডএইচ