মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নতুন বছরে প্রত্যাশা থাকবে যাদের ঘিরে

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩২

২০২২ সালটা দেশের চলচ্চিত্রের জন্য ছিল আশা জাগানিয়া। বেশ কয়েকটি নতুন ধারার চলচ্চিত্র সুদিনের আভাস দিয়েছে। নতুন বছরে তাই তারকা-নির্মাতাদের সেই ধারাবাহিকতা রক্ষা করতে সতর্কতার সঙ্গে পথ চলার বিকল্প নেই। দর্শকদের মানসম্পন্ন সিনেমা উপহার দিতে না পারলে হয়তো আবারও সংকট প্রকট হবে। সেই জায়গা থেকে নতুন বছরে দর্শকরা শীর্ষ তারকাদের কাছে নতুন কিছুই প্রত্যাশা করবেন। যদিও সদ্য সমাপ্ত বছরে জনপ্রিয় হিরোর চেয়ে গল্প প্রধান সিনেমাই স্বপ্ন দেখিয়েছে। দর্শক রুচির এই পরিবর্তনগুলোও তাই নতুন বছরে তারকা-নির্মাতাদের ভাবনার জায়গাতেই থাকবে। 

এরইমধ্যে এই বিষয়গুলো মাথায় নিয়ে নতুন বছরের পরিকল্পনাও সাজাচ্ছেন তারকারা। গত বছর বেশিরভাগ সময় দেশের বাইরে কাটান সুপারস্টার শাকিব খান। মাঝে বেশ কয়েকটি সিনেমার শুটিং এবং ‘গলুই’ সিনেমা মুক্তি পায় এই অভিনেতার। তবে সিনেমাটি আলোচনায় থাকলেও সেভাবে সফলতার মুখ দেখেনি। নতুন বছরে তাই শীর্ষ এই তারকার দিকে দর্শকরা তাকিয়ে থাকবেন, এটা বলাই যায়। শাকিবও সেই কথা মাথায় রেখে নিজের পরিকল্পনা করছেন। এ বছর ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’র মতো আলোচিত সিনেমাগুলো মুক্তি পাবে তার। সিনেমাগুলো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক হবে বলেই মনে করছেন এই নায়ক। 

শাকিব বলেন, ‘করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটেছে। গত বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।’ নতুন বছরে কথায় নয়, নিজেকে কাজে প্রমাণ করতে চান তিনি। শাকিব বলেন, ‘সংখ্যার বিচারে এ বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। নতুন বছর একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দিতে দেবো এ বছর।’ 

এদিকে গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি আরেক জনপ্রিয় নায়ক আরিফিন শুভর। চলচ্চিত্রে সুদিন ফেরার এই সময়ে শুভ সিনেমা না পেয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন। যে কারণে এ বছর দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকবেন চিত্রনায়ক আরিফিন শুভ। ক’দিন পরই পর্দায় আসবে তার আলোচিত সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। মিশন এক্সট্রিম ছবির এই সিক্যুয়েলটি ঘিরে শুরু থেকেই বেশ কৌতুহল রয়েছে দর্শকদের। পাশাপাশি নতুন বছরে দর্শক প্রত্যাশা মেটাতে পারে শুভর ‘মুজিব’, ‘নূর’, ‘উনিশ ২০’ ‘ফুটবল ৭১’সহ বেশ কয়েকটি সিনেমা। 

শুভ বলেন, ‘আমি সব সময় মনে করি নিজের সর্বোচ্চটা দিয়ে সঠিক পথে চললে সামনে দিনগুলো সুন্দর হবেই। এ বছর সেই চেষ্টা থাকবে। আমাদের চলচ্চিত্র যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, যদি সবাই এক হয়ে কাজ করি তাহলে এ বছর সেই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারব।’ 

অন্যদিকে গত বছর একাধিক সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সেই তালিকায় থাকা ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’ সিনেমা দুটি ব্যবসায়িক সাফল্যের দৌড়ে সেভাবে না থাকলেও প্রশংসা কুড়ায়। নতুন বছরেও একাধিক সিনেমা মুক্তি পাবে এই অভিনেতা। 

সিয়াম বলেন, ‘চলচ্চিত্রের ধারাবদলের যে যাত্রা শুরু হয়েছে সেটা যদি আমরা অব্যাহত রাখতে পারি ভালো কাজের মাধ্যমে তাহলে দর্শকরা হতাশ করবেন না। নতুন বছরে দর্শকরা আমার কাছে যে ধরনের কাজ প্রত্যাশা করেন সেটা দেওয়ার চেষ্টা থাকবে। আশার বিশ্বাস, নতুন বছর বাংলা চলচ্চিত্রের বছর হবে।’ 

পাশাপাশি গত বছর ‘পরাণ’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান অভিনেতা শরীফুল রাজ। সিনেমাটি দর্শকদের হলমুখী করার পাশাপাশি রাজের অভিনয় দারুণ প্রশংসিত হয়। এর বাইরেও একাধিক  কাজে ভিন্ন ভিন্ন রূপে দেখা দেন রাজ। সেই সাফল্যের রেশে নতুন বছরেই অন্য এক রাজকে দেখতে চাইবেন দর্শকরা। 

এছাড়াও নতুন বছরে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, ইমন, নিরবের বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। যা চলচ্চিত্রের সাফল্যে নতুন পালক যুক্ত করবেন বলে মনে করেন তারা। তবে এখন দেখার বিষয় চলচ্চিত্রের পালে যে সুবাতাস লেগেছে তা নতুন বছরে কতটা ধরে রাখতে পারেন তারকা-নির্মাতারা।

 

ইত্তেফাক/ইআ