খুলনায় তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় শান্তাহার থেকে ছেড়ে আসা একটি তেলবাহী খালি ট্রেনের পেছনের বগি (গার্ড রুম) লাইনচ্যুত হয়।
খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমদ ট্রেনের লাইনচ্যুত বগিটির উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা তেলবাহী একটি খালি ট্রেনের পেছনে বগি (গার্ড রুম) দুপুর ২টা ১০ মিনিটের সময় নগরীর গোয়ালখালী এলাকায় লাইনচ্যুত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে বগিটি ফের লাইনের ওপরে উঠানো হয়। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, বিকাল ৪টায় খুলনা থেকে সাগরদাঁড়ি নামে একটি আন্তঃনগর ট্রেন ছেড়ে যায়। সোমবার সাপ্তাহিক ছুটি থাকায় সেটিও বন্ধ রয়েছে। ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
এদিকে খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে একাধিকবার মোবাইলে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে ফোনটি বন্ধ করে দেন।