শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৯:৩৮

শীতার্ত গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিওন জোনের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার (২ জানুয়ারি) এবং মঙ্গলবার (৩ জানুয়ারি) অত্র জোনের আওতাধীন কুতুকছড়ি আর্মি ক্যাম্প এবং ঘিলাছড়ি আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় ক্যাম্প কমান্ডারগণ তাদের ক্যাম্পসমূহের আওতাধীন এলাকার সর্বমোট ৬১ জন শীতার্ত গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করে। উক্ত কর্মসূচি আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ক্রমান্বয়ে অত্র জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান রিজিওন জোন আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইত্তেফাক/এমএএম