বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত, প্রশংসিত দুই শিশু শিক্ষার্থী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮:০৯

কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিয়ে মহৎ হৃদয়ের পরিচয় ও সততার উৎকৃষ্ট দৃষ্টান্তে প্রশংসিত হচ্ছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার দুই কিশোরী মারিয়া ও রাবিয়া। তারা উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের মেয়ে ও স্থানীয় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। 

জানা যায়, দুই কিশোরী সহপাঠী বুধবার সকালে বিদ্যালয়ে আসার পথে এক হাজার টাকার একটি বান্ডিল রাস্তায় কুড়িয়ে পান। এতে তারা গুনে দেখেন এক লক্ষ টাকা রয়েছে। চকচকে আর কড়কড়ে এক লাখ টাকার বান্ডিলটি পেয়ে দুই সহপাঠী কিছুটা হতভম্ব হলেও বিষয়টি শিক্ষকদের অবগত করে তাদের কাছে জমা দেন। ইতিমধ্যে হারিয়ে যাওয়া টাকা হন্যে হয়ে খুঁজতে থাকেন টাকার মালিক। পরে জানতে পারেন দুই কিশোরী শিক্ষার্থী টাকাগুলো পেয়ে প্রকৃত মালিককে খুঁজছেন। 

সঠিক প্রমাণ দিয়ে টাকাগুলো ফেরত পেয়ে প্রকৃত মালিক কুয়েত প্রবাসী আশরাফুল ইসলাম দারুণ খুশি হয়েছেন। খুশি হয়ে ওই দুই কিশোরীকে আশরাফুল তিন হাজার টাকা উপহার দিয়েছেন। 

কুয়েত প্রবাসী আশরাফুল ইসলাম জানান, নিজের কাজের জন্য বুধবার সকালে উপজেলা শহরের একটি ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। কিশোরী মেয়েদের সততা দেখে অবাক হয়েছি। তারা কাউকে না বলে টাকাগুলো ভাগাভাগি করে নিতে পারতো। কিন্তু তারা ফেরত দিয়েছে। মারিয়া ও রাবিয়ার সততায় আশপাশের সবাই মুগ্ধ হয়েছেন। তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেছেন। 

কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল আবুল খায়ের গুলজারী বলেন, মেয়েদের এমন প্রশংসনীয় কাজে আমরা গর্বিত। তাদের নৈতিকতা শিক্ষা অবশ্যই আমাদের বুক ভরে যায়। 

ইত্তেফাক/পিও