শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২৩:৩৮

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের পর জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। 

মনোনয়নপত্র জমা দিয়েছেন- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম, জাকের পার্টির এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়। 

পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তকদির আলী সরকার জানান, আগামী ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১লা ফেব্রুয়ারি। এ আসনে ভোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজা ৫০৪ জন। মোট ভোট কেন্দ্র ১২৮টি। বুথ ৮০৮ টি।

বাছাই-প্রত্যাহার শেষে শূন্য আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বিএনপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় অন্যান্য আসনের মতো ঠাকুরগাঁও-৩ আসনটিও শূন্য হয়ে যায়। এ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন জাহিদুর রহমান জাহিদ।

ইত্তেফাক/এমএএম