সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ নেতা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:২৬

ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে আটজন নেতা আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।

মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন নাত্রী নেত্রী। ছবি: ফোকাস বাংলা

এ ঘটনায় আহতরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরিকুল ইসলাম বাধান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. জসিম উদ্দিন, বিএমএ ইসি মেম্বার মো. জাবেদ ও সাবরিনা চৌধুরী নামের এক নারী নেত্রী।

এদিকে, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক ভিডিওতে দেখা গেছে, ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

ইত্তেফাক/এসকে