বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত জেরে মোজাহার মোল্লা (৫৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৭ জানুয়ারি) সকালে জেলার কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় ও পুলিশ জানায়, জেলার কচুয়া উপজেলার আলিপুর গ্রামের হাফিজুর মোল্লা (৪০) ও আফসার শেখ (৬০) এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ক্ষেতের মধ্যে ধানের বীজতলায় কাজ করা অবস্থায় আফসার গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ২৫/৩০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হাফিজ গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় মো. মোজাহার মোল্লার ওপর উপযুক্তপুরি হামলা করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মোজাহার আলিপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা এসএম আশরাফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়নি।