শৈতপ্রবাহ ও ঘন কুয়াশার আশুগঞ্জে চাতালে নষ্ট হচ্ছে ধান, ব্যাহত হচ্ছে চাল উৎপাদন। এতে একদিকে চাতাল মালিকেরা পড়েছে আর্থিক লোকসানের মুখে অন্যদিকে 'কাজ নেই মজুরি নেই' চুক্তিতে 'দাদন' নিয়ে কর্মরত অন্তত ১০ হাজার শ্রমিকের সংসার চলছে অনাহারে কষ্টে। ফলে বড় হচ্ছে তাদের 'দাদন' এর অংক। ছবিগুলো রোববার (৮ জানুয়ারি) আশুগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা