বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২০:০৬

ডেঙ্গু আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। আর একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ডেঙ্গুরোগী।

ছবি- আব্দুল গনি

সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৭ জন ও অন্যান্য বিভাগে ১১৩ জন রোগী ভর্তি রয়েছেন।

ছবি: আব্দুল গনি

এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫০ জন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৬ জন রয়েছেন।

ছবি: আব্দুল গনি
বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। 

ইত্তেফাক/এনএ/এমএএম