মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শাকিবের সঙ্গে কাজল অথবা বিদ্যা বালানকে চান প্রযোজক!

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৪:৪২

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানের রসায়ন দেখা যেতে পারে। এমনটাই জানালেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি ও তার স্ত্রী কিংবদন্তি নায়িকা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন থেকে নির্মিত হবে ছবিটি। 

সাদিক জানিয়েছেন, গল্পের কারণেই একজন বলিউডের বয়স্ক একজন নায়িকা প্রয়োজন। প্রাথমিকভাবে কাজল অথবা বিদ্যা বালানের কথা ভাবা হয়েছে। চলচ্চিত্রটি টলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে। এটি পরিচালনার দায়িত্ব সামলাবেন ওপার বাংলার পরিচালক রাজীব কুমার বিশ্বাস। গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সমন্বয় করতে বাংলাদেশ থেকে একজন পরিচালক থাকবেন।

তিনি আরও জানান, সিনেমার শুটিং হবে বাংলাদেশ-ভারত ও যুক্তরাষ্ট্রে। চলতি বছরের শেষ দিকে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়া হবে। যদিও এই সিনেমায় শাবানা অভিনয় করবেন না। তিনি শুধু প্রযোজক হিসেবে থাকবেন।

ছবি: সংগৃহীত

জানা গেছে, জানুয়ারি মাসেই কলকাতা যাচ্ছেন সাদিক। তখনই নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করে দেশে ফিরবেন তিনি।

এদিকে রাজীব বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রাথমিক কথাবার্তা হয়েছে। এখনও কোনোকিছু চূড়ান্ত নয়। সবকিছু ফাইনাল না হওয়া অবধি কিছু বলতে পারছি না।’

শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৯৭ সালের দিকে চলচ্চিত্র জগত ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হন। এরপর বেশ কয়েকবার সিনেমা নির্মাণে আসার কথা শোনা গেলেও পরিবেশ পরিস্থিতির জন্য শেষ পর্যন্ত দেখা যায়নি। তবে ঢাকার চলচ্চিত্র ফের উজ্জীবীত হয়ে ওঠায় নির্মাণে ফিরছেন তারা। এই সিনেমার মাধ্যমে শাবানার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘এসএস প্রোডাকশন’ আবার চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবে জানা গেছে।

ইত্তেফাক/বিএএফ