সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ নামের আধুনিক ট্যাঙ্ক দিচ্ছে যুক্তরাজ্য

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:২৪

রুশ বাহিনীর মোকাবিলায় প্রথমবারের মতো ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ নামের একটি অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা ভাবছে ব্রিটেন। তবে ব্রিটিশ সরকার এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছে দেওয়ার বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে। প্রায় ১০টি চ্যালেঞ্জার-২ ট্যাঙ্ক ইউক্রেনকে দেওয়া হতে পারে।

রুশ বাহিনীর মোকাবিলায় প্রথমবারের মতো ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ নামের একটি অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার কথা ভাবছে ব্রিটেন।
 
চ্যালেঞ্জার-২ যুদ্ধ ট্যাঙ্ক অন্যান্য ট্যাঙ্ক আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ১৯৯৪ সাল থেকে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে স্টক রয়েছে। ব্রিটিশ সেনাবাহিনী বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাঙ্কগুলো মোতায়েন করেছিল।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পশ্চিমা টাইপের ট্যাঙ্কগুলো এখনও ইউক্রেনে সরবরাহ করা হয়নি এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি পরবর্তী রামস্টেইনের বৈঠককে একটি মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

ইত্তেফাক/ডিএস