মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বগুড়ায় নারীকে ধর্ষণের অভিযোগ 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭:৪১

 বগুড়ার আদমদীঘিতে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে আদমদীঘির কুন্দগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

ধর্ষণের অভিযোগে রুহিন বাবু এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রুহিন আদমদীঘির বশী কোড়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার ভিক্ষুক নানীর বাড়িতে থাকে। সোমবার সকালে তার নানী ভিক্ষার জন্য ও মামা কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। বেলা ৯টার দিকে ফাঁকা বাড়িতে একা পেয়ে রুহিন ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত রুহিন পালিয়ে যায়।

আদমদীঘি থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/পিও