ষড়ঋতুর এ দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। প্রকৃতির এমন বৈচিত্র্যময় উৎসবটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটু বেশিই। শীতের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে আসতে শুরু করে হাজার হাজার অতিথি পাখি। ভোরের আলোয় অতিথি পাখির কলকাকলিতে ঘুম ভাঙে শিক্ষার্থীদের। অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীদের স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। রক্ত লাল শাপলার সৌন্দর্যে মন মাতানো রূপ ও অতিথি পাখির আনাগোনায় মুখরিত ক্যাম্পাস। ছবিগুলো মঙ্গলবার (১০ জানুয়ারি) তোলা হয়। ছবি: ফোকাস বাংলা