বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বারিধারাতেও চলবে ‘কলা গাছ থেরাপি’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১১:১২

রাজধানীর গুলশানে পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে ড্রেনে কলা গাছ ব্যবহার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযান।

এরই ধারাবাহিকতায় বুধবার (১১ জানুয়ারি) বারিধারাতেও কল গাছ থেরাপির অভিযানে প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আজ নিজে উপস্থিত থেকে বারিধারায় এ অভিযান পরিচালনা করবেন। মূলত পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে এ অভিযান পরিচালিত হবে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম আগেই বলেছিলেন, পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করত আমরা অভিযান শুরু করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা এই তালিকা প্রণয়ন করে ফেলেছি। এমন সব বাসা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করবো। যেখানে কেউ বিন্দুমাত্র ছাড় পাবেন না। 

এর আগে, গত ৪ জানুয়ারি রাজধানীর গুলশানে পয়ঃবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে ড্রেনে কলা গাছ ব্যবহার করে ডিএনসিসি।

ইত্তেফাক/কেকে