সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রামুতে যুবককে হত্যা, গরু লুটের অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪:৩৪

কক্সবাজারের রামুতে একদল ডাকাত  এক যুবককে হত্যা এবং দুটি গরু লুট করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের অফিসের চরপাড়া নদীর তীরবর্তী এলাকায়  এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহত মীর কাশেম (৩২) ফতেখাঁরকুল অফিসেরচর এলাকার মৃত নিয়ামত আলীর ছেলে।

গরুর মালিক মোহাম্মদ আলী জানান, রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তার গোয়াল ঘরে থাকা সাতটি গরু নিয়ে যায়। তার মেয়ে গোয়ালঘর খালি দেখে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা প্রধান সড়কে এগিয়ে দেখতে পান ডাকাতদল সাতটি গরু গাড়ি তুলঝে। এসময় তারা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল গুলি ছুঁড়ে দুইটি গরু নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, নিহত মীর কাশেম তার ভাতিজা। এ ঘটনার পর থেকে সে নিখোঁজ ছিল। সকালে স্থানীয়রা তার লাশ সবজি ক্ষেতে দেখতে পান। ধারণা করছি রাতে ডাকাতির সময় মীর কাশেম দেখে ফেলায় এই পরিণতি হয়েছে।

মেয়ে শামীমা আকতার জানান, ডাকাতি চলাকালে ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাইলেও পুলিশ দেরিতে আসে। এরপর এক  পুলিশ কর্মকর্তা ৯৯৯-এ কল করায় বাড়ির সদস্যদের বকাঝকা করেন।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, যে মারা গেছে তিনি মানসিক রোগী। রাতে গরু ডাকাতি হয়েছে, সকালে আর তার লাশ পাওয়া গেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম বলেন, রামুতে গরু লুট ও যুবককের লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি। কীভাবে কী ঘটনা ঘটেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। পুলিশ অফিসারের বকাঝকা করার বিষয়ে খতিয়ে দেখো হচ্ছে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে