শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইয়াবা পাচারে মিয়ানমারের ৬ নাগরিকের ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:০৬

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৬ নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত। ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ প্রদান করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিয়ানমারের আকিয়াব শহরের বরিমা বরুয়ানের ছেলে চওনা বরুয়া, তারাইংনা শহরের খ্যাইন চউলের ছেলে লাম সিং, আকিয়াবের রাসি অং এর ছেলে মং সা, তাজ অং এর ছেলে চওনা, উলাটি অংয়ের ছেলে মং চেতে, মৎ সাওর ছেলে উয়া নাই।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালের ১
মার্চ টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করেছিল কোস্টগার্ড সদস্যরা। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলারটি সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক বুধবার রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/পিও