মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২০:৩৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানসাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মাওলানা হাবিবুর রহমানের ছেলে মাহবুব আলম (১৫)। 

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের শিবগঞ্জ পৌরসভাধীন শিবগঞ্জ একাডেমির মোড়ে ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যার দিকে চাঁপাাইনবাবগঞ্জ থেকে মাহবুব আলম মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ একাডেমির মোড়ে সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মাহবুব আলম নিহত হয়। 

শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা ঘটনাটি নিশ্চিত করেন। 

শিবগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই শিহাব উদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে আনা হযেছে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/পিও