সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কাবুলে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৪:০৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১১ জানুয়ারি) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

জঙ্গি গোষ্ঠীটির মুখপত্র আমাক নিউজ এজেন্সি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, আইএসের এক সদস্য এ হামলা চালিয়েছে। তিনি কর্মচারী ও গার্ডদের মধ্যে গিয়ে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটান। 

কাবুলের একজন এএফপির গাড়ি চালক জামশেদ করিমি হামলার প্রত্যক্ষদর্শী। জামশেদ জানান, তিনি আত্মঘাতী হামলাকারীকে বিস্ফোরণ ঘটাতে দেখেন। হামলাকারীর একটি ব্যাগ ছিল। তার কাঁধে রাইফেল ছিল। সে তার গাড়ির পাশ দিয়ে হেঁটে যায়। তিনি ভিড়ের মধ্যে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটান।

জঙ্গি গোষ্ঠীটির মুখপত্র আমাক নিউজ এজেন্সি

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হন অনেকে।

আইএসের স্থানীয় শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) নামে পরিচিত। আইএসকে দাবি করেছে, বোমা হামলায় কয়েকজন কূটনৈতিক কর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে এএফপি জানিয়েছে, বিস্ফোরণে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন ক্ষতি হয়েছে বলে মনে হয় না। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো বিদেশি উপস্থিত ছিলেন না।

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। আইএস এসব হামলার দায় স্বীকার করেছে।

ইত্তেফাক/ডিএস