বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

রাজের ‘পরিবর্তন’ নিয়ে যা বললেন পরীমণি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৮

বর্তমান সময়ে ঢালিউডে দুটি চর্চিত নাম চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। কাজ নয়, এই তারকা দম্পতি চর্চায় আছেন তাদের ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ার খেলায় নিয়ে। বাইরে থেকে বোঝার উপায় নেই ঠিক কী চলছে রাজ-পরীর সংসারে। এবার শোনা গেল তিক্ততা ভুলে সমঝোতার কথা।

নায়িকার ভাষ্যমতে, সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরী।

শরিফুল রাজ ও পরীমণি

এ প্রসঙ্গে পরীমণি একটি গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে রাজ একটু পাগলামি করেছে। আস্তে আস্তে সে নিজের ভালো বুঝতে পারছে। এখন সে মোটামুটি ঠিক হয়েছে। আমার কথা শুনছে।

তিনি যোগ করেন, এক দিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন