শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নেপালে বিমান বিধ্বস্ত: ৪০ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৯

কাঠমান্ডু থেকে আসা ৭২ আরোহীসহ নেপালের একটি বিমান রোববার (১৫ জানুয়ারি) সকালে দেশটির পোখারায় বিধ্বস্ত হয়েছে। ইয়েতি এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। নেপালি মিডিয়ার খবরে সর্বশেষ বলা হয়েছে, ধবংস্তুপ থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুই ইঞ্জিনবিশিষ্ট এটিআর-৭২ বিমানটি ইয়েতি এয়ারলাইন্স পরিচালনা করছিল। বিমানটি কাঠমান্ডু থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে উড্ডয়ন করে।

বিমানটি পোখারা বিমানবন্দরে অবতরণ করার সময় সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। ওই এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা এএফপিকে বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা এখন পর্যন্ত জানি না কেউ বেঁচে আছেন কিনা।’

দেশটির কর্তৃপক্ষ বলেছেন, তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়ো করেছেন। হতাহতের প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি।

বিমানটিতে ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, ১ জন আইরিশ, ২ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন বলে নেপাল বিমানবন্দরের কর্মকর্তা জানিয়েছেন।

ইত্তেফাক/এসআর/এসকে