মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাড়ে ৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৪

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় লাইনচ্যুত নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারকাজ শেষ হয়েছে। ইতোমধ্যে সাড়ে ৬ ঘণ্টা পর রাত আড়াই থেকে খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়।

সোমবার (১৬ জানুয়ারি) মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে সুন্দরপুর এলাকায় বাম্পার ভেঙে ট্রেনের চাকাসহদুটি বগি লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

এর আগে, রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশীকাঁথা এক্সপ্রেস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। এ সময় পথে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।

ইত্তেফাক/কেকে