শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কোর্টে নামার আগেই বিদায় নিলেন টেনিসের ‘ব্যাডবয়’ কিরগিওস

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৮

হাঁটুর চোট নিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নিক কিরগিওস। এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার তালিকায় আরো এক তারকা যুক্ত হলেন। 

কোর্টে না নেমেই বিদায় নেওয়ায় টেনিসের ব্যাডবয় হিসেবে পরিচিত কিরগিওস সমর্থকদের হতাশ করেছেন। মেজাজি খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের কাছে বিপদজনক এক খেলোয়াড় হয়ে উঠলেও কিরগিওস অস্ট্রেলিয়ানদের কাছে দারুন জনপ্রিয়। ক্যারিয়ারে একবারই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছেন। গত বছর উইম্বলডন ফাইনালে অবশ্য তিনি শেষ পর্যন্ত নোভাক জোকোভিচের কাছে জিততে পারেননি।

ঘরের আসর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার জন্য মুখিয়ে ছিলেন কিরগিওস। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে কিরগিওস হাঁটুর চোটের কথা জানিয়ে বলেন, ‘বিষয়টি অবশ্যই হতাশাজনক।’

এর আগে ইনজুরির কারণে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ আর অন্তঃসত্ত্বা হওয়ায় জাপানি তারকা নাওমি ওসাকা অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন