শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম

জাতীয় পার্টি-জেপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০২:৫৪

গত ৮ জানুয়ারি রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম এবং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়াসহ অন্য নেতৃবৃন্দ। কাউন্সিলের তৃতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিতে নির্বাচিত হয়। সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহিমের সভাপতিতে নির্বাচনি অধিবেশন শুরু হয়। এ সময় অন্য দুই কমিশনার এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ ও মফিজুল হক বেবু উপস্থিত ছিলেন। এই অধিবেশনে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন মঞ্জু, এমপিকে চেয়ারম্যান এবং শেখ শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

আগামী তিন বছর (২০২৩-২০২৬) মেয়াদি পূর্ণাঙ্গ প্যানেলে অন্য নেতৃবৃন্দ হলেন প্রেসিডিয়াম সদস্য—আব্দুর রহিম, বেগম তাসমিমা হোসেন, সাদেক সিদ্দিকী, শাহ মো. রফিকুল বারী চৌধুরী, এ এইচ এম সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, মো. রুহুল আমিন সাবেক এমপি, নাজমুন্নাহার বেবী, কাজী জাহাঙ্গির আমির, মনিরুল হক জমাদ্দার, আজিজ বাঙাল, আবু সাঈদ খান, সৈয়দ সালাহ উদ্দিন, ওসমান গণি, হাজী মো. আব্দুল আলি, মহিবুল হাসান মাহিম, অ্যাডভোকেট মির মোশারফ হোসেন মিরন। ভাইস চেয়ারম্যানবৃন্দ হলেন—মির হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন ভূঁইয়া, জাহানারা আরজু, আফজাল হোসেন, ফতেহ আলী টিপু, গোলাম সারোয়ার জমাদ্দার, ইফতেখার আহমেদ লিমন, আলহাজ্ব মো. আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান টুলু, মো. আব্দুল হালিম ও নুরুজ্জামান খান ভুলু। অন্যদের মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান মজনু, জাহাঙ্গির আলম প্রধান, অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, আমিনুল ইসলাম তপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, আলী আব্দুল্লাহ টিংকু, মো. নুরুল ইসলাম খান মিয়া, আতিকুল ইসলাম উজ্জল, আইয়ূব আলী ফনু, ফজলে করিম পল্লব, ওকিল আহমেদ ওকাল, কাজী মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক-আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজী মো. আবুল হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আব্দুল মজিদ সরকার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) রাশেদুল হাসান চৌধুরী কাজল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ) অ্যাডভোকেট বাবর আলী খান, প্রচার সম্পাদক-জীবন কৃষ্ণ বৈরাগী, যুগ্ম-প্রচার সম্পাদক-রমিজুল ইসলাম সোহাগ, প্রকাশনা সম্পাদক- অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম-প্রকাশনা সম্পাদক-ডা. এন এম আলম সিদ্দিকী, কৃষি বিষয়ক সম্পাদক-শেখ আলাউদ্দিন, যুগ্ম-কৃষি বিষয়ক সম্পাদক-আলহাজ্ব শাহীন হাওলাদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক-নাসির উদ্দিন তালুকদার জুয়েল, যুগ্ম-ক্রীড়া বিষয়ক সম্পাদক-দুলাল পাল, আইন বিষয়ক সম্পাদক-সাইদুর রহমান বকুল, যুগ্ম-আইন বিষয়ক সম্পাদক-সৈয়দ নাজমুল হুদা, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক-আবু সাঈদ মিয়া মনু, যুগ্ম-শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক-এস এম বিপ্লব, যুব বিষয়ক সম্পাদক-সৈয়দ দেলোয়ার হোসেন নান্নু, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক-কে এম তাহের, মহিলা বিষয়ক সম্পাদক- রোকেয়া আক্তার খানম রঞ্জু, যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক- খাদিজা রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক-সারোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-আব্দুস সাত্তার, যুগ্ম- সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সোমিয়া সালাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. মাহফুজ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক-ডা. বেলাল মৃধা, যুগ্ম-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক-নাজমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক- আলহাজ্ব খয়রাত হোসেন শাহ্, পরিবেশ বিষয়ক সম্পাদক- উদয়ন বড়ূয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক-মঞ্জুর হাবিব মঞ্জু, যু্গ্ম-মানবাধিকার বিষয়ক সম্পাদক-জীবন কৃষ্ণ রায়, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান, যুগ্ম-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-কাজী মুসলেম উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-এইচ এম সুমন, যুগ্ম-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মিনা ফারুক, সদস্যবৃন্দ-ড. এইচ এম জাকারিয়া জাকির, আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, জি এম মইনউদ্দিন আহাদ মিয়া, ডা. মো. মনিরুজ্জামান মনির, ওয়াহিদুর রহমান লিটন, অ্যাডভোকেট প্রার্থ রানী বিশ্বাস ও শাহানা পারভীন কেয়া। অর্থ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে দলীয় চেয়ারম্যান ও মহাসচিব পরবর্তী সময় এই পদগুলো পূরণে ক্ষমতা দেওয়া হয়েছে।                —প্রেস বিজ্ঞপ্তি

 

 

ইত্তেফাক/ইআ