মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নগদকেই উপবৃত্তি বিতরণের দায়িত্ব দিতে চায় সরকার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭

উপবৃত্তি বিতরণ করার জন্য আবারও দায়িত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদ। এবার এককভাবে এই মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের সঙ্গে উপবৃত্তি বিতরণের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত সাংবদিকদের বলেছেন, নগদ সরকারের ডাক বিভাগের সেবা বলে তারা এই প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে চান। তিনি মনে করেন, এ প্রতিষ্ঠানটির হাতে উপবৃত্তি বিতরণের দায়িত্ব থাকলে মনিটরিং সহজ হয়। তাই তারা শুধু নগদ-এর সঙ্গেই এই চুক্তি করতে যাচ্ছেন।

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরাও বলছেন, নগদ এই সময়ে ভালোভাবে কাজটা করেছে। বরিশালের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাতোয়ারা বেগম বলেন, ‘ডাক বিভাগের একটি সেবা হিসেবে তারা (নগদ) খুব ভালো দায়িত্ব পালন করছে। নগদ এই দায়িত্ব নেওয়ার পর থেকে উপবৃত্তি পাওয়ায় ভোগান্তি নেই বললেই চলে। এখন অভিভাবকরা বাড়ির কাছ থেকেই টাকা তুলে নিতে পারছেন। আমি আশা করি, আবার দায়িত্ব পেলে নগদ আবারও এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকবে।’ 

অধিদপ্তর বলছে, নগদ-এর সঙ্গে কাজ করে তাদের বিপুল অর্থ সাশ্রয়ও হচ্ছে। আগে শিওর ক্যাশ প্রতি হাজার টাকার উপবৃত্তি বিতরণ করতে সরকারের কাছ থেকে সাড়ে ২১ টাকা করে সার্ভিস চার্জ এবং ক্যাশ-আউট চার্জ নিত। সেখানে ‘নগদ’ সব মিলে সরকারের কাছ থেকে নিচ্ছে হাজারে মাত্র সাত টাকা। সুবিধাভোগী মূল টাকার সঙ্গে সঙ্গে ক্যাশ আউটের খরচও পেয়ে যাচ্ছেন, ফলে গ্রাহককে বাড়তি কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। শুধু ভাতা বিতরণে এই প্রক্রিয়ায় সরকারের অন্তত অর্ধশত কোটি টাকার সাশ্রয় হয়েছে।

ইত্তেফাক/ইআ