সম্প্রতি রহস্যময় একটি স্ট্যাটাস দিয়েছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। যেখানে ডিভোর্সের কথা উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন নচিকেতা।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’
তবে কার ডিভোর্স হয়েছে সেটা খোলাসা করেননি তিনি। কিন্তু অনেকেই ধারণা করছেন- হয়ত নতুন কোনো গান আসছে এই সঙ্গীতশিল্পীর। যার শিরোনাম হতে পারে, ‘যা! অবশেষে ডিভোর্সটা হয়েই গেল।’
আর এই স্ট্যাটাসটি দেওয়ার পরই নেটিজেনদের মন্তব্যের ঝড় উঠেছে নচিকেতার কমেন্ট বক্সে। তার অধিকাংশ ভক্ত-অনুরাগীই জানতে চেয়েছেন এই পোস্টের রহস্য আসলে কী।