মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দুই আসনেই প্রার্থীতা ফিরে পেলেন হিরো আলম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:২৬

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থী হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বগুড়ার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে জানান, রিট শুনানি শেষে আজ হাইকোর্ট দুই আসনেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। ইতোমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ায় কাল রিটার্নিং কর্মকর্তার কাছে সিংহ প্রতীক বরাদ্দের আবেদন করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভোটার তালিকায় গরমিল থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তা খারিজ হয়। এরপর সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টে পৃথক রিট করেন হিরো আলম।

ইত্তেফাক/এসকে