সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিদ্যাসভায় কচিকাঁচাদের আসর 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৪:১৯

ওয়ার্ক ফর বেটার সোসাইটি কর্তৃক পরিচালিত 'বিদ্যাসভা' বিদ্যালয় মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষা বিশেষজ্ঞ জনাব হাসিবুর রহমান। তিনি বিদ্যাসভার কচিকাঁচা শিশুদের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ক ফর বেটার সোসাইটি'র সম্মানিত ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আনিকা তাবাসসুম, এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের, সাদিয়া উম্মে হানি, তানিয়াসহ (ডব্লিউ'বি'এস)এর সব সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিদ্যাসভা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল। যেটি উত্তরার পাশে বাউনিয়াতে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। এক বছর যেতে না যেতেই স্কুলটি এলাকার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সবার আস্থার জায়গা দখল করে নিয়েছে। 

ওয়ার্ক ফর বেটার সোসাইটি'র সম্মানিত ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আনিকা তাবাসসুম তার বক্তব্যে বিদ্যাসভার লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ্য পূর্বক প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে (ডব্লিউ'বিএ'স) এর এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল কাদের তার বক্তব্যে সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার কার্যকর পদক্ষেপ তুলে ধরেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিল ওয়ার্ক ফর বেটার সোসাইটি ও দুপুরের খাবার স্পন্সর করে আমরা আমরা ২০২১।  

ইত্তেফাক/এআই