শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নীলফামারীতে মিতালি-রুপসা এক্সপ্রেসের সংঘর্ষ!

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:২৮

নীলফামারীর চিলাহাটিতে রুপসা এক্সপ্রেস ও মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর চিলাহাটি ও ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

রূপসা এক্সপ্রেসের সহকারী চালক নাজমুল হাসান বলেন, চিলাহাটি স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেওয়ায় আমরা ট্রেন ছেড়েছি। আধা কিলোমিটার দূরে মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই চালকসহ কশেকজন যাত্রী আহত হন।

অভিযোগের বিষয়ে জানতে চিলাহাটি স্টেশনের গিয়ে মাস্টারকে খোঁজে পাওয়া যায়নি।

 

 

ইত্তেফাক/আরএজে