শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর্জেন্টিনা সফর নিয়ে বাফুফের সংবাদ সম্মেলন বাতিল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:০৮

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা বাংলাদেশে আসছে কিনা এই নিয়ে ডাকা পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

লিওনেল মেসিরা বাংলাদেশে আসছে কিনা বা আসলেও কবে সেটি নিয়েই আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলো বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘন্টা আগে সেই সংবাদ সম্মেলন বাতিল করলো বাফুফে।

আজ সকাংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা আগে এক বিবৃতিতে সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি জানায় বাফুফে। বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমি সকাল সাড়ে ১১টার দিকে এক বিবৃতিতে জানান, ‘অদ্য ১৮-০১-২০২৩ তারিখ বুধবার দুপুর ২:৩০ ঘটিকার বাফুফে'র পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশতঃ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে গতকাল বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছিলো, বাংলাদেশে আসারে ব্যাপারে আর্জন্টিনা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আর্জেন্টিনার আগমনের সম্ভাব্য সময় ধরা হয়েছিলো আগামী জুন মাসে। আর্জেন্টিনার সেই সম্ভাব্য সফর নিয়ে আজ বুধবার বিস্তারিত জানানোর কথা ছিল বাফুফের। তবে হঠাৎ করেই সেই সংবাদ সম্মলেন স্থগিত করার কথা জান্যা বাফুফে। 

ইত্তেফাক/এসএস