শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আদিতমারীতে ২ ইটভাটাকে  জরিমানা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:৩৯

লালমনিরহাটের আদিতমারীতে দুই ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানিয়েছেন, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে ছোটকমলাবাড়ী গ্রামে অবস্থিত এএলবি ব্রিকর্স নামক অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লাখ টাকা এবং একই উপজেলার কালীস্থান এলাকায় বিটি ব্রিকর্স নামের আরেক ইটভাটাকে আট লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে এ অভিযান চালানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

এসময় পরিবেশ অধিদপ্তরের রংপুর অঞ্চলের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান ও মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে