শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনের জন্য আমরা সবাই আরও কিছু করতে পারি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৪:৩০

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার (২০ জানুয়ারি) বলেছেন, 'পশ্চিমা মিত্ররা ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে পারে। এদিকে, জার্মানি কিয়েভকে সাহায্য করার জন্য যথেষ্ট কাজ করছে না বলে সমালোচনার বিরুদ্ধে তিনি বার্লিনকে রক্ষা করেছিলেন। ব্যারনসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন বৈঠকের পর অস্টিন বলেন, 'ইউক্রেনের জন্য আমরা সবাই আরও কিছু করতে পারি।' 

তবে তিনি আরও জানান, ইউক্রেন কিয়েভকে জার্মান নির্মিত লেপার্ড-২ যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে অস্বীকার করলেও বার্লিন একটি নির্ভরযোগ্য মিত্র।

ইত্তেফাক/ডিএস