কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মধ্যপাড়া গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আবু বাক্কার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) নিহতের ছেলে বায়েজিদ মিয়া বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত আবু বাক্কারের স্ত্রী স্কুলশিক্ষিকা হাসিনা বেগম দুর্ঘটনায় আহত হওয়ায় স্কুলের কয়েকজন ছাত্রী তাকে দেখতে বাড়িতে আসেন। ফেরার পথে ওই গ্রামের কয়েকজন বখাটে ছাত্রীদেরকে অশালীন কথাবার্তা বলে উত্যক্ত করে। বখাটেদের অভিভাবককে উত্ত্যেক্তের বিষয়টি জানানো হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে আবু বাক্কারের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজের একপর্যায়ে মারধর করে। তখন আবু বাক্কার জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।