অনেক দিন পর গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে একই মাঠে দ্বৈরথ দেখা গিয়েছে মেসি বনাম রোনালদোর খেলা। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলা তারকাসংবলিত ঐ প্রীতিম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছে মেসিরাই। সেই ম্যাচে মাঠে গড়ানোর আগে থেকেই ফুটবল ভক্তরা শেষ হওয়ার পরও তার কমতি নেই। এদিকে প্রীতি ম্যাচ শেষে পিএসজি ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়েছে। পিএসজির ওয়েবসাইটে এই নিলাম করা হয়। সমর্থকেরা সরাসরি অংশ নিতে পারেন এ নিলামে।
খেলোয়াড়দের জার্সি নিলামে তোলা নতুন নয় পিএসজির জন্য। সমর্থকদের মধ্যে এর চাহিদাও প্রচুর, তাই পিএসজি কিছুদিন পরপর খেলোয়াড়দের পরা জার্সি নিলামে তোলে। মোটা অঙ্কের টাকায় সমর্থকেরা তা কিনেও নেন। সেই ধারাবাহিকতায় রিয়াদ অল স্টারের বিপক্ষে খেলা ম্যাচেরও পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি নিলামে তোলা হয়েছে। তবে সেই নিলামে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জার্সি রয়েছে ক্রেতাদের চাহিদার তুঙ্গে।
এখন পর্যন্ত সেই জার্সির দাম উঠেছে ২৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ ৭৩ হাজার টাকা)। নিলাম শেষ হতে এখনো সাত দিন বাকি। মেসির জার্সির দাম যে এ সময়ের মধ্যে বাড়বে তা বলাই বাহুল্য। দীর্ঘদিন পর বিশ্ব ফুটবলের দুই মহানায়ক পরস্পরের বিরুদ্ধে মহারণে নেমেছিলেন। কিন্তু আর্জেন্টিনার মহাতারকাকে টেক্কা দিয়ে এগিয়ে গেলেন পর্তুগালের মহাতারকা। দেখালেন বড় ম্যাচে তিনি এখনো জ্বলে উঠতে পারেন। দাবানল হয়ে একক উত্তাপে পুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। ম্যাচটা প্রীতি হলেও গোটা সময় জুড়ে ছিল তীব্র উত্তেজনা। পিএসজির এক খেলোয়াড় দেখেছেন লাল কার্ডও। শেষ অবদি পিএসজি ৫-৪ গোলে জিতেছে।
মেসিরা ম্যাচটি জিতলেও ম্যাচের সেরা হয়েছেন রোনালদো। সৌদিতে অভিষেক ম্যাচেই তিনি দেখিছেন তার কৃতিত্ব।