শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:১৬

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

রোববার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় পৌনে ১টার দিকে। এই মোনাজাত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত। ছবি: আব্দুল গনি

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিন। ছবি: আব্দুল গনি

এর আগে, রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। সকাল ৯টায় মাওলানা মোশারফ হোসেনের তালিম শুরু হয় এবং সাড়ে ৯টা থেকে হবে হেদায়েতের কথা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত। ছবি: আব্দুল গনি

মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো মানুষ। ইজতেমা ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, বাসার ছাদসহ বিভিন্ন স্থানে বসে, দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

ইত্তেফাক/এসকে