শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্সের ৫৬ প্রশিক্ষণার্থীর বঙ্গবন্ধু মেমোরিয়াল পরিদর্শন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২৩:২৩

সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স ২০২৩ এর লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার মোট ৫৬ প্রশিক্ষণার্থী বঙ্গবন্ধু মেমোরিয়াল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বঙ্গবন্ধু মেমোরিয়াল পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এই বিশেষায়িত কোর্সের প্রধান প্রশিক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ। 

এসময় পরিদর্শনকালে বঙ্গবন্ধু ট্রাস্ট মেমোরিয়াল এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রশিক্ষকসহ আগত কোর্স সদস্যদের ব্রিফিং প্রদান করেন। পাশাপাশি কোর্সের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা জাতির পিতার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নং জাদুঘরটি ঘুরে দেখেন।

এই পরিদর্শন বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে বিশদ জ্ঞান কোর্সের প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় দিশারী হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রশিক্ষণার্থীরা।

ইত্তেফাক/এমএএম