আগামীকাল থেকে বিপিএলের সিলেট পর্ব শুরু। তার আগে গতকালের মতো আজও চলছে বিরতি। এদিকে, ক্রিকেটের মাঠে আজ উল্লেখযোগ্য কোন খেলা নেই। ইউরোপীয়ান ফুটবলেও আজ মাঠে নামবে না বড় কোনো দল।
তবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের সেমিফাইনালের লড়াই রয়েছে আজ।
চলুন এক নজরে দেখে আসা যাক ক্রীড়াপ্রেমীরা আজ টিভির পর্দায় কোন কোন খেলা উপভোগ করতে পারবেন।
ক্রিকেট
আইএলটি–২০
শারজা-দুবাই
রাত ৮টা
টি স্পোর্টস
টেনিস
অস্ট্রেলিয়ান ওপেন (সেমিফাইনাল)
আজারেঙ্কা–রিবাকিনা
বেলা ২টা ৩০ মিনিট
সনি স্পোর্টস টেন ২ ও ৫
সাবালেঙ্কা–লিনেত
বিকেল ৩টা ৪৫ মিনিট
সনি স্পোর্টস টেন ২ ও ৫
ফুটবল
ইন্ডিয়ান সুপার লিগ
এফসি গোয়া–ইস্ট বেঙ্গল
রাত ৮টা
স্টার স্পোর্টস ১