বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলি-রোহিতকে ছাড়াই হ্যাটট্রিক সিরিজ জয়ের মিশনে ভারত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:০১

টি-টোয়োন্টি ক্রিকেটে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার (২৬ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। গত বিশ্বকাপের পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই দু’টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। দলের সেরা দুই তারকা ক্রিকেটারকে ছাড়া হ্যাটট্রিক সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে।

রোহিত শর্মা ও বিরাট কোহলি রাঁচিতে শুক্রবার (২৬ জানুয়ারি) সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অস্ট্রেলিয়ার মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিলো ভারত। এরপর তারুণ্য নির্ভর দল গঠনে মনোযোগি হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন না রোহিত ও কোহলি। এমনকি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে সিরিজেও সুযোগ হয়নি তাদের। রোহিত-কোহলিকে দল থেকে বাদ দেওয়ার কোন কারণ অবশ্য জানায়নি ভারতীয় নির্বাচকরা।

রোহিত-কোহলিকে ছাড়া তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে ১-০ ও শ্রীলংকাকে ২-১ ব্যবধানে হারায় টি-টোয়েন্টির এক নম্বর দল ভারত। দু’টি সিরিজেই অধিনায়কত্ব করেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বর্তমানে টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। পারিবারিক কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না লোকেশ রাহুল-অক্ষর প্যাটেল।

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন ওপেনার পৃথ্বী শ। গেল মাসে ঘরোয়া রঞ্জি ট্রফিতে চার দিনের ম্যাচে ৩৮৩ বলে ৩৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী পান্ডিয়া বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলেছি। টি-টোয়েন্টি সিরিজেও কিউইদের হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

হার্দিক পান্ডিয়া

অন্য দিকে, ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না নিউজিল্যান্ডের দুই সেরা ক্রিকেটার নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি। আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত উইলিয়ামসন-সাউদি। টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

মিচেল স্যান্টনার

১১টি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। স্বল্প অভিজ্ঞতা দিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন স্যান্টনারের। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের এক নম্বর দল ভারত। সিরিজ জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং-বোলিংসহ সব  বিভাগে ভালো করতে পারলে সাফল্য পাওয়া অসম্ভব নয়।’ টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২২বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এরমধ্যে ভারতের জয় ১২টিতে, নিউজিল্যান্ডের ৯টিতে। ১টি ম্যাচ টাই হয়।

ভারত দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চহাল, আর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ ও মুকেশ কুমার।

নিউজিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লুকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপ্পন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।

ইত্তেফাক/জেডএইচ