শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস

ঢাকায় ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার উদ্বোধন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০২:৩০

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) রাজধানীর যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) উদ্বোধন করেছেন। কেন্দ্রটি অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা প্রদান করবে। 

এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবর্ধনার আয়োজন করেন। বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে গভীর সহযোগিতা প্রয়োজন। এ জন্য দুদেশের অংশীদারিত্বমূলক সম্পর্ক গত কয়েক বছরে আরও গভীরতর হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণে বেড়েছে। প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই গ্রাহকদের কাছ থেকে এই ধরনের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করার অনুরোধ ছিল, যেখানে কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই এমন আবেদনকারীরা তাদের পাসপোর্ট ও নথিপত্র নিয়ে ভিএএফসিতে আসতে পারেন এবং অনলাইন ভিসার সুবিধা নিয়ে আবেদনপত্র পূরণ করে তা প্রিন্ট করাতে পারেন। এখন পর্যন্ত, যে সব সাধারণ জনগণ নিজে নিজে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে পারেন না, তারা এজেন্টের দ্বারস্থ হয়ে অনেক খরচ করে ভিসা আবেদনপত্র প্রস্তুত করতেন। ভিএএফসিতে ফর্ম পূরণ করার সুবিধা আবেদন প্রতি নামমাত্র ২০০ টাকা পরিষেবা ফি নিয়ে প্রদান করা হবে। এটি হবে আইভ্যাক প্রদত্ত একটি ঐচ্ছিক মূল্য সংযোজিত পরিষেবা। চাহিদার ওপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইভ্যাকসমূহেও এই সুবিধা চালু করা হবে। যেহেতু ভিএএফসি যমুনা ফিউচার পার্কের আইভ্যাকের কাছেই অবস্থিত, তাই ভিসা আবেদনকারীরা সহজেই ভিএএফসিতে ভিসা আবেদন প্রস্তুত করতে পারবেন এবং তারপরে আইভ্যাকে গিয়ে পূর্ণাঙ্গ ভিসা আবেদনপত্র ও নথি জমা দিতে পারবেন।

ইত্তেফাক/এমএএম