ক্যারিয়ারের শেষ দিকটা রঙিন করে রাঙিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুঃসময় যেনো কোনোভাবেই পিছু ছাড়ছে না পর্তুগিজ মহাতারকার।
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে জাতীয় দল সবক্ষেত্রেই আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন এই জীবন্ত কিংবদন্তী। সব বিতর্ককে পেছনে ফেলে সুদিনের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। ধারণা করা হয়েছিলো এই বুঝি চিরচেনা রূপে ফিরবেন সিআরসেভন, ঝড় তুলবেন সবুজ মাঠে। রেকর্ড পারিশ্রমিকে সৌদির ক্লাব আল নাসরে নাম লেখানোর পর প্রীতি ম্যাচে অবশ্য চেনা রোনালদোকেই দেখতে পেয়েছিলো বিশ্ব। লিওনেল মেসি, এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত হেরে গেলেও জোড়া গোলে ভক্তদের হৃদয় ছুঁয়েছিলেন তিনি। হয়েছিলেন ম্যাচসেরাও। তবে এরপরের গল্পটা যেন সেই ওল্ড ট্র্যাফোর্ড কিংবা পর্তুগিজ জার্সিতে কাতার বিশ্বকাপেরই প্রতিচ্ছবি।
আল নাসরের হয়ে অভিষেক ম্যাচে দল জিতলেও গোলের দেখা পাননি রোনালদো। সেই একই রূপ দেখা গেলো বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনালের ম্যাচে। এদিন সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ইত্তিহাদ। আল-ইত্তিহাদের বিপক্ষে রোনালদোর দল ১-৩ গোলে হেরে বিদায় নিয়েছে সৌদি সুপার কাপের শেষ ষোলো থেকে আর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।