শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ক্রীড়ামন্ত্রী হলেন পাকিস্তান ক্রিকেটার ওয়াহাব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯

পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) লাহোরে গভর্র বালিগ উর রেহমানের বাসভবনে নবনির্বাচিত মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 

তবে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ওয়াহাব।দেশে ফিরে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিবেন বলে জিওসুপারটিভিকে এমনটাই জানিয়েছেন ওয়াহাব। 

পাকিস্তানের হয়ে ১৫৬টি আন্তর্জাতিক ম্যাচে ২৩৭টি উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের সদস্য ছিলেন ৩৭ বছর বয়সী পেসার।

ইত্তেফাক/জেডএইচ