সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরিশালের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি চট্টগ্রামের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ২০:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালঞ্জার্স। শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায় সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। 

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। দলীয় ১১ রানে ৩ বলে ৫ রান করে আউট হন ওপেনার মেহেদী মারুফ। এরপর ক্রিজে আসা উন্মুক্ত চাঁদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ম্যাক্স ওডাউড। 

তবে দলীয় ৩৬ রানে ১৩ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান উন্মুক্ত চাঁদ। এরপর দলীয় আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করার চেষ্টা করেন ম্যাক্স ওডাউড। কিন্তু দলীয় ৭৮ রানে ৩৪ বলে ৩৩ রান করে ফিরে যান ম্যাক্স ওডাউড। 

এরপর ক্রিজে এসে দ্রতই আউট হন অধিনায়ক শুভাগত হোম। দলীয় ৮৫ রানে ৫ বলে ২ রান করে আউট হন শুভাগত। এরপর দলীয় ১০২ রানের ফের উইকেট হারায় চট্টগ্রাম। ২৩ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান আফিফ হোসেন। 

এরপর কার্টিস ক্যাম্পার ও ইরফান শুকুর মিলে ৬৬ রানের জুটি গড়েন। ইনিংসের শেষ বলে ১৯ বলে ২০ রান করে আউট হন ইরফান শুকুর। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। 

কার্টিস ক্যাম্পার ২৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে কামরুল রাব্বি ও খালেদ হাসান নেন ২টি করে উইকেট। 

ইত্তেফাক/জেডএইচ