বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

গাইবান্ধায় বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬০ বছরের বয়সী এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা সদরের দক্ষিণ সাহাপাড়ার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সুরুত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরাণ লক্ষীপুর (দ্বীপ) গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাতে সাদুল্লাপুর থানার এস আই ইমরান খান জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর বাজারের উদ্যোশে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। ওই রাতেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বাবার গলা কাটা লাশ বাড়ির অদূরে পড়ে থাকতে দেখতে পায়। 

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) এনায়েত করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

ইত্তেফাক/আরএজে