টানা চার ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কুমিল্লা ভিক্টরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে এবারের বিপিএলে ধুঁকতে থাকা খুলনা টাইগার্স। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টস জিতে ভিক্টোরিয়ান্সদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বী।
এবারের বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হারের মুখ দেখা কুমিল্লা ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে পরের টানা চার ম্যাচ। অন্যদিকে, প্রথম তিন ম্যাচে টানা হারের পর চতুর্থ ম্যাচে এসেই প্রথম জয়ের দেখা পায় খুলনা। নিজেদের পঞ্চম ম্যাচেও জয়ের দেখা পেলেও শেষ ম্যাচে এসে আবার হারতে হয় খুলনাকে।
আজ মাঠে নামারত আগে দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে আজ কুমিল্লার একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় বিশ্রামে গেছেন আবু হায়দার রনি। খুলনা টাইগার্সের একাদশে পাকিস্তানের আমাদ বাটের জায়গায় আজ একাদশে সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বালবার্নি।
খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলি (অধিনায়ক), তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, আজম খান, ওয়াহাব রিয়াজ, নাহিদ রানা, অ্যান্ড্রু বালবার্নি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস, জনসন চার্লজ, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ, নাসিম শাহ, জাকের আলি, তানভির ইসলাম, মুকিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।