রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হাজতির মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৪:৩০

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। শনিবার (২৮ জানুয়ারি) সকালে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তিনি মারা যান।

মৃত শাকিল আহমেদ (৩৬) পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে।

জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেন জানান, গত ২৫ জানুয়ারি ফতুল্লা থানার একটি ডাকাতি মামলায় আসামি শাকিল আহমেদকে আদালত কারাগারে পাঠায়। ওই সময় আসামির সঙ্গে মারধরে আহত হওয়ার চিকিৎসাপত্র দেওয়া হয়েছিল। দুদিন ধরে তাকে সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতেও হাসপাতাল থেকে চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে আসা হয়। শনিবার সকালে ফের অসুস্থ হলে তাকে আবার জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মার যান।

ইত্তেফাক/আরএজে