মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘শেখ হাসিনার সরকারের সময় সবাই যার যার ধর্ম শান্তিতে পালন করে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় সবাই যার যার ধর্ম শান্তিতে পালন করে। আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার দেশটা আমাদের সবার। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেই দেশটা আমাদের। এই দেশের উন্নয়নের জন্য সবাইকে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। 

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের যদুপুর বণিককান্দি বণিক বাড়ির সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

এ সময় হাজারো ভক্তরা অতিথিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে দুপুর ৩টায় চিফ হুইপ শিবচর পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাতে চিফ হুইপ শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরের ভক্তদের জন্য নবনির্মিত দ্বিতল বিশ্রামাগার ও মার্কেট উদ্বোধন করেন। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের সৎ ও সুযোগ্য জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম। 

এছাড়া মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মনিরুজ্জামান ফকির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মো. রিয়াজুর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস্) মো. মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ, সাবেক পুলিশ ইন্সপেক্টর মদন মোহন বণিক, সঞ্জয় কুমার বণিকসহ (সাগর) আরও অনেকেই।

ইত্তেফাক/এএএম