শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়াশায় ঢাকা রাজধানী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১০:১৯

সকালে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস বুলেটিসে বলা হয়, রোববার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা তাপমাত্র রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আগামী ছয় ঘণ্টায় এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ও তার আশাপাশের এলাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

রোববার (২৯ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

ইত্তেফাক/আরএজে