শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দেশের ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের সদস্য নাহিম রাজ্জাক। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাবান্ধব। দেশের রাস্তাঘাট-অবকাঠামো নির্মাণ চলমান। কোনো উন্নয়নই থেমে নেই। তার সাহসী পদক্ষেপেই পদ্মা সেতু নির্মিত হয়েছে। উন্নয়নের এই ধারা চলমান রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার।
শনিবার (২৮ জানুয়ারি) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় নাহিম রাজ্জাক ধানকাটি ইউনিয়নের মালগাঁও ইসমালিয়া এতিমখানার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য দিকনির্দেশনা ও শিক্ষকদের পরামর্শ দেন। তিনি এতিমদের থাকার জন্য একটি ভবন করার আশ্বাস দিয়েছেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আছমা বেগম বলেন, আমার ঘর-বাড়ি কিছুই ছিল না। একটি ঘর পেয়ে আমি অনেক সুখে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।